সিড়ি এবং সিড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য।

# সিড়ির চওড়া
>>সিড়ির চওড়া সিড়ির প্রস্থ কমপক্ষে ৭৫ সেন্টিমিটার
>>ব্যবহারকারির সংখ্যা ১০ এর বেশি হয় সেই ক্ষেত্র ৯৫ সেন্টিমিটার।
>>দুই বা এর অধিক পরিবার হলে ১০০ সেন্টিমিটার
>>১০ এর অধিক ব্যবহারকারি হলে ১২৫ সেন্টিমিটার হওয়া উচিৎ।
>>হোটেল, অফিস, সিনেমা ইত্যাদি পাবলিক জায়গা সমুহতে এর চওড়া হবে ১৫০ সেন্টিমিটার।
>>৩০০ এর অধিক ব্যবহারকারি হলে দুইটা সিড়ি ব্যবহার
করা উচিৎ।
#সিড়ির ট্রেড
>>সিড়ির ট্রেড আবাসিক ভবনে সিড়ির ধাপের চওড়া ২৫০ মিমি
>>অন্য ক্ষেত্রে ৩০০ মিমি হওয়া উচিৎ।
#সিড়ির রাইজার
>>সিড়ির রাইজার বা ধাপের উচ্চতা আবাসিক ভবনে সিড়ির ধাপের উচ্চতা সর্বোচ্চ ২০০ মিমি
>>অন্য ক্ষেত্রে সর্বোচ্চ ১৫০ মিমি হওয়া উচিৎ
#সিড়ির ঢাল
>> ঢাল ২৬ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে হতে হবে। তবে ৩০ ডিগ্রি একটি সঠিক পরিমাপ।
#সিড়ির হ্যান্ডরেইল
সিড়ির হ্যান্ডরেইল এর উচ্চতা ৮০০মিমি থেকে ৯০০মিমি এর মধ্যে থাকতে হবে।
#সিড়ির হেডরুম
>> সিড়ির হেডরুম বা উচ্চতা এর উচ্চতা ২১০০মিমি এর উপরে থাকতে হবেকেননা না হলে ফার্ণিচার উঠা-নামা করার সমস্যা হতে পারে। আলো-বাতা আলো-বাতাসের ব্যবস্থা থাকতে হবে।
# অন্যান্য
>> ইলেক্ট্রিক লাইট এর ব্যবস্থা থাকতে হবে।
>> সকল ধাপের চওড়া এবং উচ্চতা এক হতে হবে। অর্থাৎ ট্রেড ও রাইজার একই
হতে হবে।
>>ছাদের সাথে দরজার ব্যবস্থা থাকতে হবে।
>>হ্যান্ড রেইল এর সাপোর্ট এর দুরত্ব ২৫০ মিমি এর বেশি হওয়া যাবে না। এতে বাচ্চারা পড়ে যেতে পারে।
>> এক ফ্লাইট এর উচ্চতা সর্বোচ্চ ২৪০০মিমি হবে। এর বেশি হলে উঠতে কষ্ট
হবে। বিশেষ করে বৃদ্ধ মানুষজনের সমস্যা হবে।
>> এক ফ্লাইটে ১৫ টির বেশি ধাপ থাকা উচিৎ নয়।
>> ট্রেড এ নোজিং ব্যবহার করা উত্তম।
>>পিচ্ছিল করা যাবে না। এমন ভাবে তৈরি করতে হবে যেন পিছলা না হয়।
>> প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবস্থা থাকতে হবে I

Comments

Popular posts from this blog

এম,এস রডের ডায়া ও Length অনুযায়ী ওজন নির্ণয়

সিভিল ইঞ্জিনিয়ারিং Basic Knowledge